Wellcome to National Portal
সাভার ক্যান্টনমেন্ট বোর্ড সাভার ক্যান্টনমেন্ট
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জানুয়ারি ২০২১

লক্ষ্য ও উদ্দেশ্য

 

দপ্তরের পরিকল্পনা

সাভূসে অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক অত্র দপ্তরকে আগামী দিনের জন্য যুগোপযোগী ও চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের কম্পিউটার জ্ঞানে অভিজ্ঞ এবং অফিসের কাজকর্ম সুষ্ঠূভাবে সম্পন্ন করার জন্য ডিজিটাল পদ্ধতিতে কার্যক্রম শুরু করা হয়েছে । এ ছাড়া দপ্তরের বর্ণিত সমস্যা দূর করে দপ্তরকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও আইসিটি নির্ভর জরুরী বিবেচনায় বর্তমান সরকারের ভিশন ২০২১ কে সামনে রেখে এ প্রতিষ্ঠানটিতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অত্র দপ্তরকে জনগণের জন্য উন্মুক্ত করণের লক্ষ্যে যোগ্য তথ্য সম্বলিত একটি ওয়েব সাইট হিসেবে রুপান্তরের কাজ চলছে। তাছাড়া দপ্তরের কার্যক্রম সুষ্ঠূ ও দ্রুত সম্পাদনের জন্য সকল কর্মকর্তা ও কর্মচারীর ব্যক্তিগত ডাটাবেজ তৈরির কাজও চলছে। অত্র দপ্তর ২টি স্কুল পরিচালনা করে আসছে। এ ২টি প্রতিষ্ঠানে প্রায় ৪,৫০০ জন শিক্ষার্থী রয়েছে। স্কুলগুলোতে পড়াশোনার মান ও পরিবেশ ভালো হওয়ায় দিন দিন ছাত্র/ছাত্রী বৃদ্ধি পাচ্ছে। ২টি স্কুলে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে নিরাপত্তার জন্য স্কুল ২টিতে সিসি ক্যামেরা লাগনো হয়েছে। শিক্ষার মান উন্নয়ন এর লক্ষে অত্র দপ্তর সর্বদা কাজ করে যাচ্ছে। এছাড়া একটি অত্যাধুনিক মার্কেট নির্মাণ করা হয়েছে এবং সাভার ডিওএইচএস এর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের ভিশন ২০২১ কে সামনে রেখে এ প্রতিষ্ঠানটিকে আগামী দিনের জন্য যুগোপযোগী ও চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে ২০২২ সালের মধ্যে বাস্তবায়নযোগ্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।